• Index No. : 13-04-03-01-008
  • HS Code : 112269
  • Dise Code : 19100512401
  Notice
  • হাটখোলা হাই মাদ্রাসায় অনলাইনে একাদশ শ্রেণিতে ভর্তির ব্যবস্থা করা হয়েছে। মাদ্রাসার নিজস্ব ওয়েবসাইট www.hatkholahighmadrasah.in এর মাধ্যমে আগামী 03/05/2024 তারিখ থেকে 11/05/2024 তারিখ পর্যন্ত অনলাইন ফর্ম ফিল আপ করা যাবে। তাই ইচ্ছুক ছাত্র ছাত্রী দের ওই তারিখের মধ্যেই ফর্ম ফিল আপ করতে হবে।অনলাইন ফর্ম ফিল আপ হয়ে গেলে একটি প্রিন্ট আউট নিয়ে নেবে। এর পর নিম্নোক্ত সূচি অনুযায়ী মাদ্রাসা অফিসে এসে ভর্তি হতে হবে। ***হাটখোলা হাই মাদ্রাসার ছাত্র-ছাত্রীদের জন্য*** * ফরম নম্বর 001থেকে 100 পর্যন্ত ভর্তির তারিখ 15/05/2024. রুম নং - 01 ** ফরম নম্বর 101থেকে অবশিষ্ট ছাত্র-ছাত্রীদের ভর্তির তারিখ 15/05/2024. রুম নং - 02 *** অন্য প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের জন্য *** *অন্য প্রতিষ্ঠান থেকে পাশ করা সমস্ত ছাত্র-ছাত্রীদের ভর্তির তারিখ 15/05/2024. রুম নং - 03 **** ভর্তির দিন প্রয়োজনে পরিবর্তন হতে পারে। ভর্তির দিন যেগুলি সঙ্গে আনতে হবে:- 1. এডমিট কার্ডের জেরক্স এক কপি। 2. মার্কসিটের জেরক্স এক কপি। 3. নিজের আধার কার্ডের জেরক্স এক কপি। 4. বাবার আধার কার্ডের জেরক্স এক কপি। 5. ব্যাঙ্ক পাশবুকের জেরক্স 6.অনলাইন ফর্ম ফিলাপ এর প্রিন্ট আউট এক কপি। 7. অন্য স্কুল থেকে আসা ছাত্র ছাত্রীদের ক্ষেত্রে ভর্তির দিন অরিজিনাল স্কুল লিভিং সার্টিফিকেট জমা দিতে হবে। 8. ভর্তি ফি - 550 টাকা (নন ল্যাব সাবজেক্ট), 600 টাকা (ল্যাব সাবজেক্ট) ** উপরিউক্ত ডকুমেন্ট গুলির অরিজিনাল অবশ্যই সঙ্গে আনতে হবে।
    Read more...
  • বিশেষ কারণে class XI এর ভর্তির তারিখ পরিবর্তন করা হচ্ছে। আগামী 20.05.2024, সোমবার, সকাল 8 টা থেকে দুপুর 12 টা পর্যন্ত ভর্তি নেওয়া হবে। ***Online form fill up এর সময় আগামী 18.05.2024 পর্যন্ত বর্ধিত করা হচ্ছে।
    Read more...
  • Registration process will be done as per the following schedule.
    Read more...

Welcome to Hatkhola High Madrasah (H.S.)

Welcome to the Official Website of the HATKHOLA HIGH MADRASAH, a Non-Government, Aided Co-educational High Madrasah affiliated to WBBME, established in 1969. CHAPRA Block, Chapra Police Station, Krishnanagar Sadar Sub-division, Nadia district of West Bengal, India.

From Headmaster's Desk

With the utmost effort of some philanthropic personalities of the locality and selfless co-operation of all the inhabitants of the village, Hatkhola Jr. High Madrasah was set-up about five decades back. Now the then sapling has become a large tree with more than 1200 students Continue Reading »